
সালমান আহম্মদ
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আব্দুল বাছির রনি (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের জন্য ঘুম থেকে উঠে ওজু করতে যান রনি। পরে পাইপের বাতি জ্বালানোর জন্য সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত হাফেজ আব্দুল বাছির রনির গ্রামের বাড়ি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম শহিদ মিয়া। তিনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবং ইতোমধ্যে পবিত্র কোরআনের ২৯ পারা মুখস্থ করেছিলেন।এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইতোমধ্যে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এই post বিষয়ে আলোচনা করুন