
মো: রাজীব আহসান মান্নু, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি :
সত্য, ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ, পেশাদার ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা, সমাজের স্বার্থে দায়িত্বশীল গণমাধ্যম চর্চায় অনুপ্রেরণা যোগানো এবং মানিকগঞ্জসহ সারা দেশের সাংবাদিকতার মান উন্নয়নে ভূমিকা রাখা। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও পেশাদার সংবাদ পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে সঠিকভাবে তুলে ধরে সমাজে ন্যায়, স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চা জোরদার করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অ্যাডভোকেট মো. মামুন মিয়াকে (দৈনিক জনবানী) সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে (দৈনিক নাগরিক সংবাদ ও এশিয়ান টিভি) সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনটির সদস্যদের ফ্যামিলি ডে লঞ্চ ভ্রমণ শেষে কমিটি ঘোষণা করা হয়। এর আগে বুধবার সংগঠনের কার্যালয়ে মানিকগঞ্জ শহরের পৌর বিপনী কমপ্লেক্সে কার্য নির্বাহী কমিটি গঠন ও ফ্যামিলি ডে আয়োজনের সভায় সদস্যের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি মো: আতোয়ার শিকদার (চ্যানেল আই ও জনতার সংগ্রাম) ও জাহিদ মোল্লা (দৈনিক নতুন দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (দৈনিক ঢাকার ডাক) সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (দৈনিক আজকের প্রত্যাশার), দপ্তর সম্পাদক শাহাদুর রহমান সুজন (দৈনিক আজকের বসুন্ধরা) অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান সেন্টু (ট্রাইবুনাল ও আল আযান) ক্রীড়া সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক (এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি) সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুর ইসলাম (মুভি বাংলা টেলিভিশন), প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা (দৈনিক অগ্নিশিখা), কার্য নির্বাহী সদস্য মিজানুর রহমান কুদরত (আলোকিত প্রতিদিন), মো. নান্নু মিয়া (দৈনিক ঘোষণা), মো: রাজিব আহসান মান্নু (দৈনিক ভোরের আলো, দৈনক দেশবাংলা প্রতিদিন), হামিদুর রহমান রিমন (দৈনিক খবরের সন্ধান), ফারুক হোসেন (রুপসী বাংলা টিভি), সদস্য মো, বাদশা খান (দৈনিক খবরপত্র), সরকার মোহাম্মদ শাহীন রানা (দৈনিক দেশ বর্তমান ও ইউসুফ পরামাণিক (জনকণ্ঠ)।
কমিটির ঘোষণাকালে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মো. সোহেল রেজা, অ্যাডভোকেট মামুন মিয়া, আনোয়ার হোসেন, হাফিজুর রহমান ও মো. আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন।সভাপতি অ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। জনগণের কল্যাণে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব হবে সত্য, ন্যায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।”সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে বলেন, ‘মানিকগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করা। গণমাধ্যমে পেশাগত মান, নৈতিকতা ও স্বাধীনতা বজায় রাখতে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা। সাংবাদিকদের অধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলক সাংবাদিকতা উৎসাহিত করা। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে দিক নির্দেশনা দেয়া। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের সংবাদ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা। সদস্যদের পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে ফ্যামিলি ডে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা। জরুরি পরিস্থিতিতে সদস্যদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা। তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতা (ডিজিটাল মিডিয়া) চর্চায় সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা। সমাজে দুর্নীতি, বৈষম্য, অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দায়িত্বশীলভাবে কলম ধরার পরিবেশ তৈরি করা।সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি আগামী তিন বছর দায়িত্বপালন করবেনগ। যারা অন্য কোন সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত নন, সংবাদমাধ্যমে মানিকগঞ্জ জেলায় কর্মরত নতুন সদস্য অন্তভূক্ত করা হবে।
এই post বিষয়ে আলোচনা করুন