সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর সংলগ্ন আয়নাল হকের বসতবাড়ির দক্ষিণ পাশে রুপনগর খাল এলাকা থেকে মৃত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।যার আনুমানিক বয়স (৮০)।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন শনিবার বিকালে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ রুপ নগর খালের পশ্চিম পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সুত্রে আরও জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্রীপুর ও রুপনগর বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে থেকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ঐ ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ কোন কিছু বলতে পারে নি।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।