নেত্রকোণায় দূর্নীতির অভিযোগ আড়াল করতে জাল স্বাক্ষর করে প্রত্যাহারের আবেদন করে প্রতিপক্ষ অভিযুক্ত পরশ। এসব বিষয় নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন মূল অভিযোগকারী মাহবুবুর রহমান হিমেল।
জানা যায়, নেত্রকোণা জেলাধীন সদর উপজেলার, মৌগাতী ইউনিয়নের, মারাদীঘি গ্রামের, মোঃ মাহবুবুল ইসলাম (পরশ), পিতা- মৃত হাফিজ উদ্দিন এর ছেলে। সে নেত্রকোণার ভাই ভাই দুলাল জর্দা কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অল্পদিন চাকুরী করে কয়েক কোটি টাকার মালিক হয়। এই বিষয়টি জনচোখে সন্দেহ হলে, দুর্নীতি দমন কমিশন এবং জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ প্রেরণ করেন, অভিযোগকারী মোঃ মাহবুবুর রহমান হিমেল সহ তার সহযোগী আরো দুইজন। এনিয়ে-
অভিযোগকারী মাহবুবুর রহমান হিমেল আজ বেলা ১২ টায় নেত্রকোণা পৌরসভার কাটলী এলাকায় এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আমি গত ২০.০২.২০২২ ইং তারিখ সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে
নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করি, এবং মোঃ মাহবুবুল ইসলামের অবৈধ সম্পদের আংশিক বিবরণ তুলে ধরি।
পরবর্তীতে আমাকে এবং আমার সহযোগীদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এই মাহবুবুল ইসলাম (পরশ)। এদিকে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোণা প্রশাসনের পাশাপাশি পেশাদার কয়েকজন সাংবাদিক তদন্ত শুরু করেন। তদন্তে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে।
এনিয়ে স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্র-পত্রিকাতে খবর বের হয়ে থাকে।
অভিযোগকারী আরো বলেন,এত কিছু হওয়ার পরেও তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শুরু হতে না হতেই কোন এক অদৃশ্য শেল্টার তা থামিয়ে দিয়ে তাকে পার করে দিচ্ছে।
অন্যদিকে অভিযোগকারীর দেয়া অভিযোগ প্রত্যাহারের বিষয়টি সম্পুর্ন মিথ্যা এবং জাল স্বাক্ষর বলে জেলা প্রশাসক বরাবর আবারো লিখিত আবেদন করেন অভিযোগকারী ও তার সহযোগীরা। তা আমলে নেন জেলা প্রশাসক।
অভিযোগকারী সাংবাদিক সম্মেলনে আরো বলেন,যেহেতু আমি পরশের বিরুদ্ধে দেশ ও জাতির স্বার্থে সোচ্চার হয়েছি, সেহেতু অভিযুক্ত পরশের স্ত্রী ও স্ত্রীর বড় ভাই মাসুদুর রহমান গ্যালমান, অভিযোগ তুলে নিতে আমাকে এবং আমার সহযোগীদের প্রতিনিয়ত মোবাইলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এখন আমরা পরশ এবং গ্যালমানদের ভয়ে দিন কাটাচ্ছি। উপরোক্ত অভিযুক্ত ব্যাক্তি পরশের সকল দুর্নীতি এবং অবৈধ পন্থায় শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি ও আমি এবং আমার সহযোগীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
উক্ত সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিকস,প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।