ময়মনসিংহ সদর উপজেলা চরাঞ্চলের পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ
১২ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরানগঞ্জ ইউনিয়নের ঐতিহ্য বাহী পরানগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম আব্বাস বাবুলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু হানিফ সরকার চেয়ারম্যান ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ,আলহাজ মোঃ আবু সাঈদ চেয়ারম্যান ৫ নং সিরতা ইউনিয়ন পরিষদ ,মোঃ ইদ্রিস আলী সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, মোঃ মোস্তাফিজুর রহমান ভূঞা উপজেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ, পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ নাজমুল হুদা, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি যোগন্ন আহাবায়ক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাইরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।