ময়মনসিংহে যুব সমাজের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান
মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ। ময়মনসিংহ সদর উপজেলা চরাঞ্চলের ৪নং পরানগঞ্জ ইউনিয়নে পরানগঞ্জ বাজার যুব সমাজের উদ্যোগে মহান স্বাধীনতা মাসে গতকাল ১৪ মার্চ ২০২৩ইং তারিখে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থাইল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু । প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সদর উপজেলা ময়মনসিংহ।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন [আরিফ] তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম,আমাদের জীবনে ধর্মের গুরুত্ব কেন_ধর্ম বিভিন্ন উপায়ে বিষয়গত সুস্থতাকে প্রভাবিত করে বলে বোঝা যায়: ধর্মীয় সম্প্রদায় মানুষকে একত্রিত করার অনুভূতি দেয় এবং সামাজিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ উত্স প্রদান করে; ধর্ম মানুষের জীবনকে অর্থ ও উদ্দেশ্য দেয়; এবং পরিশেষে, ধর্ম মানুষকে স্বাস্থ্যকর জীবনধারা পরিচালনা করতে উৎসাহিত করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক সাগর ও উমর ফারুক সাবাস। ইউপি সদস্য মোঃ রুহুল আমিন সরকার, ইউপি সদস্য মোঃ রমজান আলী, ইউপি সদস্য মোঃ রুবেল আহমেদ, ইউপি সদস্য মোঃ বুজলুল হক। মোঃ দেলোয়ার হোসেন, যুবসমাজ সংগঠন।