সাভারের ভরারী এলাকা থেকে সম্রাট দেওয়ান (২৪) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সাভারের ফুলবাড়িয়ার ভরারী এলাকার ভরারী মডেল টাউনের বালুর মাঠের ভিতরের ত্রিপলের ছাউনির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সম্রাট ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা গ্রামের লিটন দেওয়ানের ছেলে। তিনি ভরারী এলাকায় ভাসমান অবস্থায় থেকে রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে গলায় শির দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে রশি ঝুলানো থাকলেও আমরা মরদেহ মাটিতে পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার পরে রশি ছিড়ে মরদেহ মাটিতে পরে থাকতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রত্রিয়াধীন রয়েছে।