সাভারের ভাকুর্তায় একটি প্লাস্টিক বোতলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় সাভার ও মোহাম্মদপুর ৭ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১ টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার ওই গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গোডাউনের নাম না থাকায় এসম্পর্কে কোন তথ্য দিতে পারে নি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় একটি বাউন্ডারি দিয়ে পুরাতন প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে সেগুলো প্রক্রিয়া করা হতো। আজ দুপুর ১ টা ২০ মিনিটে খবর পেয়ে সাভার ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিটসহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। মোট ৭ ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ট্যানারী ফায়ার স্টোশনের টিম লিডার মো. মনোয়ার হোসেন বলেন, প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে গোডাউনের কোন তথ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায় নি। এব্যাপারে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে আমরা ড্যাম্পিংয়ের কাজ করছি।