হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের বাহিরে এ্যাম্বুলেন্স স্ট্যান্ড করে দেবার জেলা প্রসাশনের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক শ্রমিকদের সাথে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে দুই ঘণ্টা বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়৷ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক সজীব আলী বৈঠক শেষে এ ঘোষণা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রিট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল ইসলাম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক শঙ্খশুভ্র রায়, জেলা বাস, মিনিবাস,কোচ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সজিব আলী, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।
বৈঠক সূত্রে জানা যায়,রবিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত পরিবহন মালিক শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তার ফলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে সকল রুটে বাস চলাচল শুরু হবে।
এর আগে, শনিবার রাতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রবিবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের ধর্মঘট ডাক দেয়। তবে তাদের দাবি ও ধর্মঘট অযৌক্তিক ও অমানবিক আখ্যা দিয়েছে হবিগঞ্জের সচেতন মহল। তাদের দাবি নিজেদের পেশীশক্তি ব্যবহার করে শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জবাসীকে জিম্মি করেছে,