: মুজিববর্ষের চতুর্থ পর্যায়ে হবিগঞ্জ জেলায় ৮১৫টি গৃহ উদ্বোধন হচ্ছে। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭২, নবীগঞ্জে ৩০০, বাহুবলে ১৩৭, বানিয়াচংয়ে ১৭৭, চুনারুঘাটে ৯৭, হবিগঞ্জ সদরে ২৯, মাধবপুরে ৩টি গৃহ উদ্বোধন হবে। তবে আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায় উদ্বোধনযোগ্য কোন গৃহ নেই। আগামী ২২ মার্চ সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের সাথেই হবিগঞ্জের ঘরগুলো উদ্বোধন করবেন। ওইদিন প্রধানমন্ত্রী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বানিয়াচং ও চুনারুঘাট উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
সোমবার (২২ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) প্রিয়াংকা পাল সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মোঃ কামরুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১ম পর্যায়ে হবিগঞ্জ জেলায় ৮৮৭ গৃহ, ২য় পর্যায়ে ৩৫৫, ৩য় পর্যায়ে ৮৯৯ টি ঘর প্রদান করা হয়। এই তিন পর্যায়ে মোট ২০৪১ ঘর প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ৯ উপজেলায় ১২০৩ গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। যার মধ্যে চতুর্থ পর্যায়ে ৭৭৩ ও তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৪২টি সহ ৮১৫টি গৃহ উদ্বোধন হতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট ৩২৮৬ ভ‚মিহীন পরিবারকে পুণর্বাসন কর হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ৫৭ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৮৮ টাকা মূল্যের প্রায় ১৪৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।