সুনামগঞ্জের ধর্মপাশায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় নতুন ঘর পাচ্ছেন আরো ৫০ টি অসহায় দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে উপজেলায় ৫০টি অসহায় ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। ইতিমধ্যে ভূমিহীনদের জন্য টিনসেড পাকা ঘর তৈরি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এসব ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্থান্তর করবেন। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।
এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইসহাক মিয়া, সাধারন সম্পাদক এম এম এ রেজা পহেল,যুগ্ম সম্পাদক নূর রহমান তুষার,সাংবাদিক এনামুল হক এনি, তরিকুল ইসলাম পলাশ,সাজেদুল হক,গিয়াসউদ্দিন রানা, মিঠু মিয়া,সোহান আহমেদ, লিপু মজুমদার, শাহিন মিয়া, সাদ্দাম হোসেন, ফারুক আহমেদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।