গতকাল ২১ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জের ফেব্রুয়ারি ২০২৩ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ময়মনসিংহ জেলা পুলিশের জানুয়ারি ২০২৩ মাসের সার্বিক সাফল্যের প্রেক্ষিতে সমগ্র রেঞ্জের মধ্যে ময়মনসিংহ জেলা ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে স্বীকৃতি লাভ করে। জেলার পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় সম্মানিত রেঞ্জ ডি আই জি মহোদয়ের কাছ থেকে এই অনন্য সাফল্যের সম্মাননা স্মারক গ্রহণ করেন। এছাড়াও, রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: সুমন মিয়া, ‘শ্রেষ্ঠ থানা’ হিসেবে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ এবং ‘শ্রেষ্ঠ এসআই’ হিসেবে মুক্তাগাছা থানার এসআই(নি:) জনাব মো: কামাল হোসেন সম্মাননা পুরস্কার লাভ করেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘শ্রেষ্ঠ থানা’র পুরস্কারের পাশাপাশি অসাধারণ আভিযানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ পুরস্কার’ লাভ করেন।
জেলা পুলিশের এই অর্জন আমাদের প্রতিটি পুলিশ সদস্যকে গর্বিত ও উজ্জীবিত করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ মহোদয়। এছাড়াও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টবৃন্দ এবং পুলিশের অন্যান্য ইউনিটসমূহের সম্মানিত ইউনিট প্রধানগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের প্রতিটি সদস্য সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। শৃঙখলা ও পেশাদারিত্ব বজায় রেখে দলগত প্রচেষ্টা উত্তরোত্তর বৃদ্ধি করতে সক্ষম হলে আমাদের সাফল্যের পরিব্যাপ্তি আরও বিস্তৃত হবে বলে আমরা আত্মবিশ্বাসী।