বর্তমানে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬ টি।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান তিনি বলেন -শ্রেণিকক্ষ ও শিক্ষকের কথা বিবেচনা করে দেশের সব বিদ্যালয়কে একসাথে আনার চিন্তাভাবনা করা হয়েছে, এ প্রক্রিয়ার কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এ বিষয়ে সচিব আরো বলেন। এখন দু’কক্ষের বিদ্যালয় আছে, এক কক্ষের বিদ্যালয় আছে, আবার তিন কক্ষেরও বিদ্যালয় আছে, দুই কক্ষে কোনোক্রমেই ছয়টি ক্লাস চালানো সম্ভব নয়, আবার তাড়াতাড়ি করে একসাথে অনেকগুলো ভবন নির্মাণ করা যাবে না, এসব দিক চিন্তা করে দেশের সব বিদ্যালয়কে এক শিফটে আনার চিন্তা ভাবনা করা হয়েছে, এতে করে কোনো বিদ্যালয় বন্ধ হবেনা, এবং কোনো শিক্ষক চাকরিও হারাচ্ছে না, সবই ঠিক থাকবে,,শুধুমাত্র কাজগুলো ভাগ করা হচ্ছে। মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন – এদিকে বিদায়ী জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে বদলি করা হয়েছে।এ উপলক্ষেই সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সেখানেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্তের কথা ওঠে আসে ।