কলমাকান্দায় নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কলমাকান্দা থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন।
এছাড়া কৃষি দপ্তরের ভর্তুকি সহায়তা, সমাজসেবা বিভাগের পঙ্গু ভাতার এককালীন চেক বিতরণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অনুদানের চেক বিতরণ সহ কলমাকান্দা অফিসার্স ক্লাব ভবনের শুভ উদ্বোধন করেন।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, ওসি আবুল কালাম পিপিএম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীবিশ্বাস হাজী জয়নাল আবেদীন, পিআইও কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।