রাজপথে বিএনপি অথবা অন্য কেউ জ্বালাও পোড়াও কিংবা কোনো বিশৃঙ্খলা করলে জনগনকে সংগে নিয়ে কঠিন দোলাই দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার হুশিয়ারী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি বিশেষ রাজনৈতিক দলকে ইংগিত করে বলেন আপনাদের সাথে মোকাবিলা করতে যে কোনো সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রস্তুত আছে। ১০ তারিখ আমরা অপেক্ষায় থাকবো যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তা প্রতিহত
করা হবে
গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় মহানগর ঢাকা যুবলীগের দক্ষিণের আয়োজনে এক প্রস্তুতি আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান প্রফেসর শেখ ফজলে শামস পরশ
চলতি মাসের ১০ তারিখ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে তার জন্য যুবলীগ ঢাকা দক্ষিণের আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যুবলীগের চেয়ারম্যান আরো বলেন ১১তারিখ টের পাবেন, আওয়ামিলীগকে হুমকি দামকি আর রাজপথে একটু মিছিল করে উচ্ছেদ করা যাবেনা,,, সভায় যুবলীগের সাধারণ সম্পাদক বলেন ইনশাআল্লাহ ১১তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্রে পরিণত হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের আরেক অন্যতম প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহমেদ, আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন