বাংলাদেশ আওয়ামীলীগ আগামী ডিসেম্বরের মধ্যে ৩০ টি জেলা ও মহানগর কমিটির সম্মেলন সম্পন্ন করবে, এবং এসব কর্মসূচির মধ্য দিয়ে সকল নেতা কর্মীদের সক্রিয় রাখতে চায় ক্ষমতাসীন দল। বাংলাদেশ আওয়ামী লীগ ডিসেম্বরের ভেতর দল ও প্রশাসন গোছাতে চায়, একটি বিশেষ দলের কর্মসূচির ধরন দেখে আওয়ামীলীগ কৌশল অবলম্বন করবে, তার মানে আগামীতে পাল্টাপাল্টি কর্মসূচি আরো বাড়তে পারে। গেলো শনিবার রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় বিশাল সমাবেশের দিন, আওয়ামী লীগ ঢাকা জেলা কমিটির সম্মেলন প্রস্তুতি শোডাউন করেন রাজপথে। এতে করে পাল্টাপাল্টি কর্মসূচির আবাস দিচ্ছে দুদলের ভেতর। ডিসেম্বরের ভেতর ৩০টি জেলা মহানগর কমিটির সম্মেলন করার কথা রয়েছে আওয়ামীলীগের। আর এজন্যই নেতা কর্মীদের রাজপথে সক্রিয় রাখতে চায় ক্ষমতাসীন দল।
অন্যদিকে নভেম্বরের ৫ তারিখ বিএনপি সমাবেশ করবে বৃহত্তর বরিশালে। একই তারিখে কুমিল্লায় মহানগর আওয়ামীলীগের সম্মেলন করবে দলটি, এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সহ অন্যান্য জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ । আওয়ামী লীগের সম্মেলন শেষ হলে নভেম্বর ২৫ তারিখ কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশ কর্মসূচি আছে, ঠিক সেদিনই কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলন।
এদিকে বিভাগীয় সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে বরিশাল বিএনপি, রংপুর ও খুলনার মতো ৫ নভেম্বর বরিশালে হঠাৎ করেই ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল পরিবহন মালিক সমিতি,,, আরো জানা যায় ধর্মঘটের পাশাপাশি বরিশালের স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে থাকবে।
আওয়ামী লীগের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বিএনপির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি তারা করছেনা, তিনি আরো বলেন আমাদের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত দল গোছানোর কাজ চলছে, চুড়ান্ত পর্যায়ের কাছাকাছি, বিএনপি তারা তাদের কর্মসূচি পালন করবে, আমরা তাদের বাঁধা দিবো কোনো, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আমরা রাজপথে মিছিল সমাবেশ করতেই পারি, এতে পাল্টাপাল্টির কিছুই দেখছিনা, আমাদের আওয়ামী লীগের জেলা পদমর্যাদার কমিটি আছে ৭৮টি এ পর্যন্ত আমাদের ৪৮টির সম্মেলন সম্পন্ন হয়েছে, বাকি ৩০টি, জাতীয় সম্মেলনের আগেই শেষ হবার কথা রয়েছে। এর পরে আছে উপজেলা সম্মেলন, সব কিছু মিলে আমরা আমাদের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখবো যাতে করে আমাদের নেতাকর্মীদের ভেতর উৎসাহ উদ্দীপনা আরও বেশি বাড়ে