মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ /
আজ (১৮ এপ্রিল ২০২৩) তারিখে সকাল ১০:২০ ঘটিকায় ধোবাউড়া থানাধীন গামারিতলা কলসিন্দুর বাজারে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসব মদ চোরাই পথে সীমান্ত দিয়ে বহন করার সময় পুলিশ তিন জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। তারা সবাই ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার বাসিন্দা এবং এদের নামে ইতোপূর্বে মামলা রয়েছে। এরা হল-১. মো: সজিব মিয়া(৩০)২. এমদাদুল হক(৩২)৩. মিরাজ আলি@রুবেল(২৫) অভিযানিক দল এদের কাছ থেকে নিম্নবর্ণিত বিদেশী মদ উদ্ধার করেছে-১। AC Black(750ml)-২০ বোতল ২। AC Black(375ml)-২২ বোতল ৩। Royal Stag(750ml)-১২ বোতল ৪। Royal Stag(375ml)-৮৬ বোতল ৫। Magic Moment-১৭ বোতল ৬। Signature-২৪ বোতল। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।