হাওর পাড়ের সন্তান আব্দুল আওয়াল মিসবাহ’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা, একটা সময় ছিলো, এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ ছিল,
একজন গর্ভবতী মাকে দ্রুত সময় হাসপাতালে নেয়া যেত না, স্কুল কলেজের শিক্ষার্থীরা পায়ে হেঁটে মাইলের পর মাইল বৃষ্টি বাদল উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য যেতো।
এতটাই অবহেলিত ছিল মধ্যনগর উপজেলা, যা মানুষের কষ্টের কোনো শেষ ছিল না, তারপর ও থেমে ছিলোনা হাওর পাড়ের মানুষের জীবনের পথ চলা,, শত কিছু উপেক্ষা করে মধ্যনগরে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে,এ এলাকার মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছ। মধ্যনগরে অনেক ব্যক্তিত্ব রয়েছে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ বিসিএস কর্মকর্তা। কেউ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পদে কর্মরত আছেন । রয়েছে সামাজিক রাজনৈতিক এরকম অসংখ গুনি ব্যক্তিত্ব মধ্যনগর উপজেলায়।
তাদের মধ্যে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মধ্যনগর উপজেলার পলিমাটি গ্রামের কৃতি সন্তান তরুণ উদ্যেক্তা ও সমাজকর্মী আব্দুল আওয়াল মিসবাহ’,হাওড় পাড়ের সন্তান, যার অনেক গুণ রয়েছে, এ এলাকার মানুষ যখন সমস্যায় পড়ে, হাওর পাড়ের এই সন্তান নিজের যতটুকু সামর্থ আছে ততটুকু উজার করে বিলিয়ে দেন সহজ সরল হাওর পাড়ের অসহায় দরিদ্র মানুষকে। এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান।
সিলেটে গেলো বন্যায় অসংখ্য অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, নলকূপের ব্যবস্থা করে দিয়েছে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে, মধ্যনগর উপজেলার চাপাইতি এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে।আবদুল আউয়াল মিসবাহ হলো মধ্যনগের অহংকার, আমাদের এলাকার গর্ব ।
এরকম ভালো মনের মানুষ যদি প্রতিটা এলাকায় থাকে সমাজে অসহায় দরিদ্র লোক থাকবেনা। দেশের চিত্র পাল্টে যাবে। ১৯ এপ্রিল(২৭ রমজান) বুধবার চাপাইতি গ্রামের খেলার মাঠে মানবতার মানব মানব সন্তান হাওর পাড়ের গর্ব আব্দুল আউয়াল মিসবাহর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে রাজনৈতিক, সামাজিক, ব্যাবসায়ী সহ উপজেলার বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। এক সাক্ষাৎকার দেশবাংলা প্রতিদিনকে
আব্দুল আউয়াল মিসবাহ বলেন আমি ক্ষুদ্র মানুষ , আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়, তাতেই আমি সার্থক, আমি হাওর পাড়ের সন্তান হয়ে নিজেকে নিয়ে গর্ববোধ করি, তিনি বলেন
, আমি এলাকার অসহায় দরিদ্র, সাধারণ মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে তাদের জন্য কাজ করে যাবো এবং তাদের সেবা করে যাবো।