মাহমুদুল্লাহ রিয়াদ ব্যুরো প্রধান ময়মনসিংহ জেলা/
ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাসুম আহম্মদ ভুইয়া।
ডিসি বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ” – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। আমি ময়মনসিংহ জেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
এ সময় পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুইয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সকলের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি মুসলিম ভাইদের বড়ই আনন্দের-খুশির দিন।
তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক ময়মনসিংহবাসীসহ সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
পুলিশ সুপার আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। ময়মনসিংহবাসীর মধ্যে ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।
ডিসি মোস্তাফিজার রহমান বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। কাজেই মার্কেট গুলোতে ভিড় এড়িয়ে চলুন। নিজেকে নিরাপদ রাখুন। ঈদ মোবারক।