আশুলিয়ায় প্রকাশ্যে সড়কে এলোপাতারি ছরিকাঘাতে কুইন্স খাতুন (৩৯) নামে এক নারী পোশাক শ্রমিক হত্যার শিকার হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতের স্বজনের দাবী, পারিবারিক কলহের জের ধরে সাবেক স্বামী তাকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় এই ঘটনা ঘটে। হত্যার শিকার কুইন্স খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। বর্তমানে আশুলিয়ার কাঠালতলা এলঅকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থাকত ও এনভয় নামের একটা পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে তাকে এলোপাতারি ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, কুইন্সের সাথে আজাদ নামে এক ব্যক্তি বিয়ে হয়। তার গ্রামের বাড়িও নওগাঁয়। আজাদ নেশাগ্রস্থ মানুষ। পারিবারিক কলহের জের ধরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এরার থেকে বিভিন্ন ভাবে আমার ভাগ্নিকে পথে-ঘাটে বিরক্ত করে আসছিল। আজকে সড়কে আজাদ ছুরিকাঘাত করে হত্যা করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই নোমান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছে কুইন্স নামে এক পোশাক শ্রমিক। নিহতরে মরদেহ উদ্ধার করে ময়না তদেন্ত পাঠানো হয়েছে।