আবদুর রউফ ভূইয়া /ব্যুরো প্রধান কিশোরগঞ্জ /
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলার আসামি মো. বিজয় (১৬) কে বৃহস্পতিবার (২০ এপ্রিল) জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ধর্ষক বিজয়কে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষক বিজয় উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের রতন মিয়ার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল অনুমানিক ৪.০০ ঘটিকার সময় একই গ্রামের জনৈক ফারজুল ইসলামের বাড়ির জঙ্গলে এই ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। পরে শিশুটির কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার করে। ধর্ষিতা শিশুটির রক্তকরন হওয়ায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটি পিতা মো: উজ্জ্বল মিয়া (৩১) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং- ০৮(৪)২০২৩ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী,২০০৩) এর ৯(১)।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।