আবদুর রউফ ভূইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ জেলা /
কিশোরগঞ্জে র্র্যাব সদস্যরা রবিবার ২৩ এপ্রিল সকাল ০৮:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল রেল পট্টি এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার বাহাদুর খাঁর ছেলে মোঃ আনোয়ার খাঁ ( ৩৫)ও তাড়াইল উপজেলার মুন্সীপাড়া সাচাইল এলাকার মৃত আ:খালেকের ছেলে চঞ্চল মিয়া (২৪)।
র্্যাব সংবাদ মাধ্যম কে জানান আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে তাদের সাথে থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ২৭ হাজার ৪০০ শত টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও র্্যাব আরো জানায় রবিবার ২৩ এপ্রিল সকাল ৯:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী মোড় এলাকা থেকে চিনতাই চক্রের মূল হোতা তাড়াইল উপজেলার সাচাইল এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ দীপু মিয়া(২৫) কে তার সাথে থাকা চিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ বাটারফ্লাই চাকু,নগদ ৫৫০ টাকা ,২টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ আটক করেছে।
র্্যাব জানায় আটককৃতরা র্্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্ব স্ব অপরাধের কথা স্বীকার করেছে।
র্্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খাঁন সংবাদ মাধ্যম কে জানান আটককৃত মাদক ব্যবসায়ী ও চিনতাইকারী চক্রের মূল হোতার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানার পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।