সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে একইদিন একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ ও উপজেলা যুব লীগের একাংশের কর্মসূচি আহ্বান করায় উপজেলার বাদশাগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ছয়টা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত রাজনৈতিক সবধরণের কর্মসূচি নিষিদ্ধ করে সেখানে ১৪৪ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ধর্মপাশা ও বাদশাগঞ্জ বাজারে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগসহ সংগঠনগুলোর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুইভাগে বিভক্ত রয়েছে। উপজেলার বাশাগঞ্জ বাজারে কাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন ও বিকাল চারটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। এই দুটি ইউনিয়নের সম্মেলন শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য সংগঠনটির নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। অপরদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আগামি ১১নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার বেলা দুইটার দিকে বাদশাগঞ্জ বাজারে এক প্রস্তুতি সভা ডাকা হয়। এ নিয়ে আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার ও যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগের স্ংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে গত ৩১অক্টবর বিষয়টি উপজেলানিবার্হী কর্মকর্তা কে লিখিতভাবে অবগত করেন। ওই দুটি পক্ষ একই সময়ে একই দিন একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার ঘোষণা দেওয়ায় সংঘর্ষ ও জানমালের নিরাপত্তার কথা ভেবে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ছয়টা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ধারা জারি করে উপজেলা প্রশাসন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট. মুনতাসির হাসান বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ একইদিন একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার সংঘর্ষ এড়াতে এবং জানমালের নিরাপত্তার কথা ভেবে শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে।