এম,এম,এ,রেজা ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ/
সুনামগঞ্জের ধর্মপাশায় এই
প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ের মাধ্যমে বাবা ও শশুরের স্বপ্ন পূরণ করলেন বর( সাঈদ আলম)।
শুক্রবার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালামের মেয়ে মেহের নিগার (তরু) কে বউ করেন তিনি।
মো. সাঈদ আলম উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের কুয়েত প্রবাসী শাহ আলম ছেলে(মৃত মনোয়ার আলীর ছেলের দিকে নাতি)।
স্থানীয়রা জানান,সাঈদ আলমের বাবার এবং শশুরের ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে দিবেন, তাদের আদরের সন্তানদের । তাই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার করে বরের নিজ বাড়ি বৌলাম গ্রামে আসে ।এদিকে নব দম্পতিকে একনজর দেখতে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন বাদশাগঞ্জ খেলার মাঠে ।
এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার (বরের ফুপি) বলেন, দুই পরিবারের ইচ্ছাতে ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। আজ আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে।