ওয়াসিম সরকার রিপোর্টার,পূর্বধলা উপজেলা নেত্রকোনা /
নেত্রকোনার পূর্বধলায় কৃষকের ৫৬ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন ঢাকা মহানগর কৃষক লীগ সহ সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি পদপ্রার্থী, রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান, জাতীয় সংসদের আওয়ামী মনোনয়ন প্রত্যাশি মাহজারুল ইসলাম সোহল। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের ভিতরগাও গ্রামে কৃষক মোঃ নুরুল হক ও মোঃ আক্কাস আলী’র জমিতে ধান কেটে দেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তীব্র গরমে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে কৃষক নুরুল হক ও মোঃ আক্কাস আলীর ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। এনিয়ে তাদের মাঝে দুশ্চিন্তা বিরাজ করছিল, খবর পেয়ে উপজেলা যুবলীগের সাভাপতি প্রার্থী যুবলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম সোহেল নিজে নেতাকর্মীদের নিয়ে নুরুল হক ও মোঃ আক্কাস আলীর ক্ষেতের ধান কেটে দেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়েই সেই ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
কৃষক নুরুল হক জানান, প্রচুর রোদে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। যারা কাজ করবে বলে তারা বেশি পারিশ্রমিক চাচ্ছে। বেশি পারিশ্রমিক দিয়ে ধান কাটাতে গেলে লাভের মুখ দেখা অসম্ভব হয়ে পড়বে। কয়েকদিন আগেই ধান কাটার কথা ছিল। কিন্তু কাটা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বিষয়টি যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল কে জানায়। পরে মাজহারুল ইসলাম সোহেল এসে নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
মাজহারুল ইসলাম সোহেল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে অসহায় গরীব কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার কর্মসূচীর আলোকে আজকের এই ধান কাটা কার্যকর্ম শুরু হয়েছে। এই ধারাবাহিকতা ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এসময় ধান কাটায় অংশ গ্রহণ করেন, যুবলীগ নেতা আরশাদ শেখ, শেখ ফরিদ আহমেদ রাজীব, রুবেল হাসান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা আমীর আলী উজ্জ্বল, সারোয়ার হোসেনসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মী।