ওয়াসিম সরকার রিপোর্টার পূর্বধলা উপজেলা নেত্রকোনা /
নেত্রকোনার পূর্বধলায় ১৫ লিটার চোরাই মদসহ শফিকুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ও শরিফুল ইসলাম (৫২) এবং রহমত আলী (৫০) নামের দুই মাদক সেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জারিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া-নাটেরকোনা গ্রামে। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জারিয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৫ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওয়াসিম সরকার