বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে ২দিন আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে রাত্রিযাপন করছেন, অনেক কষ্টের মাঝে নানা বাঁধা উপেক্ষা করে সমাবেশের মাঠে আসতে পেরে তারা অনেক খুশি, বরিশালের বিএনপির সমাবেশ ঘিরে নজর এখন দেশবাসীর, এদিন সমাবেশে প্রচুর লোক সমাগম হবে এমনটা ধারণা বিএনপি নেতা কর্মীদের, এর আগে কখনো এমন চিত্র দেখা যায়নি, দুদিন পরিবহন মালিক সমিতির ধর্মঘট থাকায়, দুদিন আগেই সমাবেশস্থলে বিভিন্ন জায়গা থেকে পায়ে হেটে বিএনপি নেতা কর্মীরা হাজির হয়েছেন, এবং সেখানে রাত্রিযাপন করছেন,,,,সরেজমিনে গিয়ে দেখা গেছে দূরদূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মীরা সমাবেশস্থলের পাশে নিজেরা রান্না করে খাচ্ছেন,,,,আবার অনেকে ফ্রী খাবার বিতরণ করছেন,,, বিএনপির অনেক নেতাকর্মীরা বলেছেন দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকারের জুলুম নিপিড়নের হাত থেকে রক্ষা, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সব ধরনের ত্যাগ শিকার করতে রাজি,, তারা আরো বলেন আমরা আমাদের পয়সা খরচ করে সমাবেশে এসেছি। গত বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির এক বিভাগীয় নেতা সমাবেশস্থলের হাজার হাজার মানুষের চিত্র দেখে আনন্দ উল্লাস প্রকাশ করেন, তিনি আরো মন্তব্য করে বলেন ইনশাআল্লাহ ৫ তারিখ বরিশালে সর্ববৃহৎ জনসমাগম হবে,, বিএনপির নেতাকর্মীরা দূঃখপ্রকাশ করে বলেন আমাদের সমাবেশের জন্য, বৃহত্তর বরিশালে সরকারের নির্দেশে পরিবহন মালিক সমিতির ধর্মঘট,, এটা পুরোপুরি রাজনৈতিক শিস্টাচার, আমরা এই ধর্মঘটের তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরও শত বাঁধা উপেক্ষা করে আমাদের সমাবেশ সফল হবে, ইনশাআল্লাহ।