এ,এম,সারোয়ার জাহান,নিজস্ব প্রতিবেদক/
বৌদ্ধ ধর্মের মহামতি রাজকুমার সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধত্ব বা বোধি লাভ এবং মহাপরিনির্বাণের মৃত্যু, ত্রিস্মৃতিবিজড়িত ও ঘটনাবহুল দিবস এটি, বৈশাখী পূর্ণিমার সঙ্গে বুদ্ধ জীবনের মহান তিনটি প্রধান ঘটনা জড়িত বলে এর বহুল পরিচিত নাম বুদ্ধপূর্ণিমা। বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিবসটিকে যথাযথ মর্যাদায় উদ্যাপন করছেন। জাতিসংঘ আজকের দিবসটিকে ‘বেশাখ ডে’ হিসাবে পালন করে। আজ শুরু হবে ২৫৬৭ বুদ্ধাব্দ।
বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের ধর্মীয় জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একই সঙ্গে শোক ও গৌরবের। দিনব্যাপী প্রার্থনা, জীবনের নানা দিক আলোচনা প্রভৃতির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি কাটাবেন। এ উপলক্ষে আজকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন। বাংলাদেশ সরকার
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। অন্য দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বাণী দিয়েছেন।
আজ থেকে প্রায় সাড়ে ২৬শ বছর আগে মহামানব যিশু খ্রিষ্টের জন্মেরও সোয়া ৬শ বছর আগে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ। ৬২৪ খ্রিষ্ট পূর্বাব্দে এক পরম পবিত্রতম তিথিতে কপিলাবস্তুর নিকটবর্তী লুম্বিনী উদ্যানে তার জন্ম।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয় ‘প্যাগোডা’য় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে বিশেষ করে তিন পার্বত্য এলাকায় নানা কর্মসূচি পালিত হবে। ওইসব এলাকা আজ উৎসবমুখর থাকবে। এর বাইরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ঢাকার মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ও বাসাবোর বৌদ্ধ বিহারে সারাদিন কর্মসূচি পালন করবে।