বৃহস্পতিবার (০৪ মে) বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়। মোহাম্মদ আলী জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুরের মৃত নুরু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আমাদের নিয়মিত তল্লাশি অচিযান চলছিল। এসময় এক ব্যক্তি ঢাকার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে সে জানায় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকে গাঁজা রয়েছে। পরে সে নিজেই ট্যাংক খুলে সাড়ে ৩কেজি গাঁজা বের করে দেন।
তিনি আরও জানান, অভিনব কায়দায় তেলের এই ট্যাংকটি তৈরি করা হয়েছিল। আটক ব্যক্তি জানিয়েছেন, গাঁজা ঢুকানোর পরও ওই মোটরসাইকেলটির তেলের ট্যাংকের এক পাশে ৩ লিটার তেল ধারন করা যায়। বাকী অংশে ছিল গাঁজায় ভর্তি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।