জেলার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল বিয়ারসহ শাহিন চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহিন উপজেলার মনিয়ন্দ ইউপির ধর্মনগর গ্রামের মো. হারুন চৌধুরীর ছেলে।
শুক্রবার(০৫ মে) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ প্রশাসন এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামে হারুন চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে শাহিনের দেওয়া তথ্যে ঘরের পাশে থাকা একটি বড় খড়ের গাদার ভেতর থেকে ৩০ বোতল বিয়ার উদ্ধার করে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।