আব্দুর রউফ ভূঁইয়া:ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শহীদ স্মৃতি সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র জিসাদ রহমান নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ড এর ভূইঁয়াপাড়া মহল্লার মোহাম্মদ আবুল ইসলামের ছেলে জিসাদ রহমান (১৬) শুক্রবার ০৫ মে বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে সাদুল্লাচর নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। জিসাদ এর সাথে থাকা নান্দাইল চারআনি পাড়া গ্রামের আপেল মিয়ার ছেলে রাসেল (১৬) গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ঘটনাস্থলের উপস্থিত জনতা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জিসাদ। দুপুরে জুম্মার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বিকাল ০৩:৩০ মিনিটের সময়
সাদুল্লারচর বাজারের কাছে পৌঁছালে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিসাদ মারা যায়।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক মুজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান, একজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।