সাব্বির জমাদ্দার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় গাজা ও ইয়াবা সেবনের দায়ে ২ মাদক সেবনকারী কে ২ মাসের জেল ও ৫ শত টাকা, জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (৬ মে) বিকালে লোহাগড়া উপজেলার জয়পুর ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের শাহাবুদ্দিন ফকিরের ছেলে কুতুব ফকির এবং সৈয়দ আতর আলীর ছেলে সৈয়দ হৃদয়।
নড়াইল মাদক অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল সালাম এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে জেল ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকালে গোপন সংবাদ পেয়ে লোহাগড়ার জয়পুর ঈদগাহ এলাকায় অভিযান চালায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আব্দুল সালাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় মাদক সেবনের দ্রব্য সামগ্রীসহ কুতুব ফকির এবং হৃদয়কে গ্রেফতার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে দুজনকে ২মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন বলেন, দুইজনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া মাদক সেবনের কাজে ব্যবহৃত আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।