সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের এক আংশের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায়র আয়োজন করা হয়।
সভায় সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নূরুল হুদা মুকুলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান উজ্জ্বলের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নৌকার চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি এম এম এ রেজা পহেল, উপজেলা আওয়ামী লীগের নেতা ডঃ রফিকুল ইসলাম তালুকদার, মুশফিকুর রহমান মানিক, আবুহেনা লিটন, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহ আলি আকবর, উপ উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক আলা আমিন খান প্রমুখ। আলোচনা সভা শেষে পাইকুরাটি ইউনিয়ন ও সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পরে পাইকুরাটি ইউনিয়ন আওয়ামিলীগের মনজুরুল হক কে সভাপতি ও একলেমুর রেজা আকন্দকে সাধারণ সম্পাদক কর ও সেলবরষ ইউনিয়নে মোঃ তরিকুল আলমকে সভাপতি ও মোঃ দুলা মিয়াকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য দুইটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। #