আব্দুর রউফ ভূঁইয়া: ব্যু্রো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মো:সায়েমের উদ্যোগে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ মে বিকালে জাফরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাত মো:সায়েম।
এছাড়াও উক্ত মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন শাহানুল ইসলাম শানাল,জাহাঙ্গীর আলম,তানভীর আহমেদ,সাহাব উদ্দিন মাস্টার প্রমুখ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মো:সায়েম বলেন,আমার দাদা ছিলেন এ ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আমার বাবা মরহুম সোনা মিয়া ছিলেন এই ইউনিয়নের ৪ বারের চেয়ারম্যান। আমি ছোট মানুষ।আমার ভূল ত্রুটি থাকতে পারে। আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।প্রতি ৩ মাস পর পর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় ইউনিয়নের সকল কার্যক্রম উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গন মাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।