আল এমরান মাগুরা প্রতিনিধি
দ্রব্য মূল্যের উর্দ্ধোগতিতে মানুষ দিশেহারা, দেশে কোন অধিকার নেই, ভোটের অধিকার আদায়ের আন্দোলন অচিরেই শতভাগ সফল হবে। দুর্নীতিবাজ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো জাতির ইমানি দায়িত্ব বলে মাগুরায় বিএনপি’র সমাবেশে দাবি করলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।
তিনি আরো বলেন, সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিচার বিভাগ, পার্লামেন্ট, আমলাতন্ত্র এমনকি রাজনীতিকেও এই সরকার ধ্বংস করে দিয়েছে। এরা হলো মিথ্যাচারী সরকার এই সরকার থেকে বড় কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আসে নাই। এই দুর্নীতিবাজ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো জাতির ইমানি দায়িত
আজ শুক্রবার (১৯ মে) বিকেলে মাগুরা শহরের ইসলামপুর পাড়ার বিএনপি অফিসের সামনের রাস্তায় অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আলি আহমেদ। সদস্য সচিব মোঃ আকতার হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী সাবেক মহিলা এমপি নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব, খান হাসান ইমাম সুজা প্রমূখ।
সমাবেশের পূর্বে কড়া পুলিশী ও যুবলীগ ছাত্রলীগের পাহারা সত্বেও শহরের পারনান্দুয়ালী, পারলা, ভায়নাসহ বিভিন্ন এলাকা থেকে শতশত নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে সমাবেশে অংশ নেবে