গত দুই বছর ধরে ক্ষমতায় থাকা জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি,এই নির্বাচনের ফলাফলেরওপর নির্ভর করবে বাকি মেয়াদ কেমন কাটবে প্রেসিডেন্ট জো বাইডেনের,গেলো দুই বছর ধরে হাউস ওসিনেট উভয় পক্ষই ডেমোক্রেটিকরা সংখ্যা গরিষ্ঠতা ধরে রেখেছেন,তার জন্য আইন পাশ করা অনেকটা সহজ ছিলো,যদি রিপাবলিকানরা নিয়ন্ত্রণ পায় তবে অনেক ইস্যুতে বিপদে পড়বেন জো বাইডেন,আইন পাশ করতেও অনেক হিমশিম খেতে হবে বাইডেন প্রশাসনের। মধ্যেবর্তী এই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থনে জো বাইডেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থীর সমর্থনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেন,এই নির্বাচনে রিপাবলিকানরা বিজয়ী হলে দেশের গনতন্ত্র অবস্থা দূর্বল হয়ে পড়বে, বলে আশংকা প্রকাশ করেছেন জো বাইডেন, রয়টার্সের এক বার্তা অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যেবর্তী এই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। যুক্ত রাষ্ট্রের সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ,হলো এই নির্বাচন। তাই এই মধ্যেবর্তী নির্বাচনী ফলাফলের ভিত্তিতে ঠিক হবে কে হবে যুক্তরাষ্ট্রের আগামী মেয়াদের নতুন প্রেসিডেন্ট।