আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় বুধবার ২৪ মে বিকাল ০৫.১০ ঘটিকার সময় ০২ (দুই) কেজি গাঁজাসহ ভৈরব থানাধীন ভৈরব শহর ফাঁড়ির অধীন বাজার লঞ্চ ঘাটে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির এক অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মুসা(৪২), পিতা- মৃত ফিরোজ মিয়া, সাং- শ্রীপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ আরো জানায় বুধবার ২৪ মে বিকাল ০৪.৫০ ঘটিকার সময় ভৈরব শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হেফাজতে থাকা সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক বিকাল ০৫.১০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেছে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানায়
এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।