এ.এম.সারোয়ার জাহান নিজস্ব প্রতিবেদক
নানা জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দেশের বহুল আলোচিত সবচেয়ে বড় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো, বিএনপি নির্বাচনে গ্রহণ ছাড়া আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ মাঝে নির্বাচননের মূল প্রতিদ্বন্দিতা হয়। জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ায় নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য, মা জায়েদা খাতুনের মনোনয়ন পত্র জমা দেন। এবং , এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা জায়েদা খাতুনকে জয়ী করতে সকল প্রচেষ্টা দিয়ে নির্বাচনের মাঠে নেমেছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানকে হারিয়ে বিজয়ী হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন, দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।
২৫.০৫.২০২৩
বৃহস্পতিবার দিবাগত রাতে ৪৮০টি কেন্দ্রের সব সবগুলো ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ঘড়ি *বিজয়ী হয়েছেন, মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি হাতি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট। জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট।
গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট। জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. হারুন-অর-রশিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট।
কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ইভিএম এর মাধ্যমে ভোট দেয়া সম্পন্ন হয় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় ৪৮০টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম,