শুক্রবার(২৬ মে) দুপুরে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরের দিকে ঢাকা সিলেট মহাসড়কে শ্রীমঙ্গল মৌলভীবাজার গামী পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার জনাব কমর আব্বাস খোকার, স্ত্রী রেহানা সারোয়ার খোকার, মেয়ে হুদা আব্বাস খোকার, ছেলে মোহাম্মদ খোকারসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানাধীন রামপুর ব্রিজের উত্তর পাশে পৌছালে হবিগঞ্জ টু ঢাকাগামী দুরন্ত পরিবহন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৯৩২ দ্রুত বেপরোয়া গতিতে আসলে মুখো মুখি সংঘর্ষ হয়। ঘটনার পরপরই তাকে শ্রীমঙ্গলের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
অপরদিকে বাসের চালক হবিগঞ্জ জেলার সদর থানার রিচি গ্রামের মোঃশফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০) কে আটক করা হয়। তার বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কমর আব্বাস খোকার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসনকে তার সফরের কথা জানাননি।