আব্দুর রউফ ভূঁইয়া:ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
জান যায় কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পি পি এম (বার) এর নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ভৈরব থানা পুলিশের একটি চৌকস টিম জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শাখার এস আই মোবারক হোসেনের নেতৃত্বে বুধবার ৩১ শে মে সকাল ০৮:৩০ মিনিটের সময় ঢাকা উত্তরা পূর্ব থানার সামনে থেকে ০৮ টি মামলায় দণ্ডপ্রাপ্ত ও ১৪ টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি এইচ এম শফিক মনির (৪৭) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি শফিক মনির ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তর পাড়ার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান গ্রেফতারকৃত আসামি, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।