সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাবিং করবো,সুন্দর সমাজ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ স্কাউটসের ধর্মপাশা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। স্কাউটসের সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক তাহের আলী তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের ধর্মপাশা উপজেলা শাখার সম্পাদক নির্মল চন্দ্র সরকার।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর,ধর্মপাশা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার প্রমুখ। এতে উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০জন কাপ লিডার ও কাব সদস্য অংশ নেয়। বাংলাদেশ স্কাউট একটি অরাজনৈতিক সংগঠন, যা মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করে যাচ্ছে, এই সংগঠন দেশের মানুষকে নেতৃত্ব দিতে শেখায়,,এ ধরনের শিক্ষা যেমনটা দিয়ে গেছেন বাংলাদেশ স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল।