আব্দুর রউফ ভূঁইয়া:ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ৩০ মে দিবাগত রাত ০৮:৩৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ রমজান আলী ও সঙ্গীয় ফোর্সের সহায়তা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ০২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মুফলম মিয়ার চৌচালা টিনের ঘরের সামনে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ তাছলিমা বেগম (৪২) কে তার নিজ হেফাজতে থাকা ০৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী তাসলিমা বেগম ফুলবাড়িয়া গ্রামের রিয়াজ উদ্দিন (হাসু) মিয়ার স্ত্রী। পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে জব্দ তালিকা মুলে পুলিশ হেফাজতে নেয়। এই ঘটনায় কটিয়াদী মডেল থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে বিধি মোতাবেক পর্যাপ্ত পুলিশ পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।