আহসান হাবীব নাহিদ
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ই মার্চ বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম
সাদুল্লাপুর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক (অবঃ) মোঃ আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্যাহেল কবির ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি মোঃ নেয়ামুল আহসান পামেল, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কামরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন যে সাদুল্লাপুর উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।