আলএমরান মাগুরা প্রতিনিধি
মাগুরায় আগামী ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী এক লাখ আঠার হাজার একশত চৌদ্দ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে অবহিত করন সভায় সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান এ তথ্য দেন।
এ সভায় সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার দেবপ্রিয়া সরকার। ভিটামিন এ ক্যাপসুলের অভাবে শিশুদের কি ধরনের রোগ হতে পারে সে বিষয়ে এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
আগামী ১৮ জুন মাগুরা জেলার মোট ৯৩৯ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে যেন কোন শিশু বাদ না যায় সে জন্য সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে প্রচার প্রচারণাসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। সাংবাদিক অবহিত করণ সভায় জেলায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।