শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
একটানা গত কয়েক দিনের তীব্র গরমের পর শনিবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঐ দুই থানার অফিসার ইনচার্জ।
বজ্রপাতে নিহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডল এর ছেলে খাদেমুল ইসলাম (৪০), হবিবর রহমান এর ছেলে মোতাহার হোসেন (৩২) ও একই উপজেলার ছোট মহারন্দী গ্রামের সইফুদ্দিন এর ছেলে মাসুদ হোসেন (২৫) এবং নওগাঁর পোরশা উপজেলার সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।
নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ৩ জন পৃথক স্থানে মাঠে কাজ করছিলেন।
শনিবার বিকেলে বৃষ্টির সাথে হঠাৎ করে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে নওগাঁর পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক বলেন, বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন আজিজুল হক। বিকেলে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও স্বজন সহ স্থানিয় লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।