বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি রাজপথের আন্দোলনের পাশাপাশি কূটনৈতিক মহলে যোগাযোগে করে যাচ্ছে। তাইতো বেশ কয়েক মাস ধরেই ঘন ঘন কূটনৈতকি মহলে দৌড়ঝাঁপ আলোচনায় নিজেদের এগিয়ে রাখছে বিরোধী এ দলটি, কূটনৈতিক তৎপরতা আরো শক্ত করতে আগামী ২৬ জুন বিএনপির ৩ সদেস্যের একটি প্রতিনিধি দল আমেরিকা সফরে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
‘আটলান্টিক পার হয়ে আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে। আমরা সেসব মহাদেশের সঙ্গে বন্ধুত্ব করব’- মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সখ্য বাড়াতে নড়েচড়ে বসেছে বিএনপি। দলটি মনে করছে, নতুন ভিসানীতির টার্গেট সরকার। চাপের মুখেই বাধ্য হয়ে প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন। এই চাপ আরো বাড়াতে পারলে তত্ত্বাবধায়কের দাবি আদায়ের পথ আরো সুগম হবে। এমন নানা হিসাব কষেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি চূড়ান্ত করেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। নানাবিধ বিষয় বিবেচনা করেই সামনের দিকে হাঁটছে বাংলাদেশ শক্তিশালী অন্যতম এই দলটি।