শহিদুল ইসলাম জি এম মিঠন,নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় অগ্নিকান্ডে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষের মালামাল পুরে গেছে।
এ অগ্নিকান্ডে ঐ বাড়ির মালিকের নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের শ্যামকৃষ্ণ সরকারের বাড়িতে।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক শ্যামকৃষ্ণ সরকার জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির লোকজন কাজ করছিলেন।
এ সময় হটাৎ করে ঘরে রাখা ফ্রিজ থেকে ঘড়ের ভেতর আগুন ধরে এবং মুহুর্তের মধ্যেই সেই আগুন সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দেরঘন্টা ব্যাপি চেষ্টাকরে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষনে তার মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ, কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও নগদ এক লাখ ১৯ হাজার টাকা এবং বাড়ির ছাউনির প্রায় ৪৫ বান্ডিল টিন সম্পূর্ন পুড়ে ভস্মিভূত হয়। এছাড়া বাড়িতে থাকা প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার এখনো খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি। সব মিলিয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান বাড়ির মালিক।
এব্যাপারে রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আরএ শামীম বলেন, খবর সাথে সাথে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বিদ্যুৎ লাইনে গোলযোগের কারনে ফ্রিজে আগুন ধরে সেই আগুন দ্রুত বাড়িতে ছড়িয়ে পরে বলেই ধারনা করা হচ্ছে।