শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যুরো প্রধান
হবিগঞ্জের সুতাং নদী দূষণ ও দখল রোধে ২০ জুন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নদিরক্ষা কমিশনের চিফ হাইড্রোলজিস্ট মোঃ আখতারুজ্জামান তালুকদার ও পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম৷ বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম , বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।
সভায় আলোচকবৃন্দ সুতাং নদী দূষণ রোধকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে শৈলজুড়া খাল খনন কার্যক্রমের প্রশংসা করেন। নদী কমিশনের পক্ষ থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সুতাং নদী খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড কে অনুরোধ করা হয়।