আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ কাঞ্চন মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২০ জুন রাত ০৯:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার মোঃ বারিক মিয়ার বসতবাড়ির পাশে পাকা রাস্তায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ কাঞ্চন মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার মোঃ মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় গত মঙ্গলবার ২০ জুন জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ ফারুক আহমেদ, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত ০৯:৩০ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি পুলিশকে জানায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ছাড়াও অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।