
খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
এবারের কোরবানির ঈদে সাভার উপজেলার বিভিন্ন খামার ও ব্যক্তিগতভাবে প্রস্তুত করা গরুর তালিকায় সেরা গরু হিসেবে প্রথম স্থানে রয়েছে আশুলিয়ার বগাবাড়ি ভূঁইয়া ডেইরি ফার্মে পাহাড় সমান রাজা বাবু নামের এই গরুটি।
নিজ খামারের গরু থেকে জন্ম নেয়া বাচ্চা সঠিক পরিচর্যা ও খাবার দিয়ে বড় করে তুলেছেন এই এলাকার ভূঁইয়া ডেইরি ফার্ম মালিক মোঃ আলম ভূঁইয়া।
এরই একটি গরুর নাম রাখা হয়েছে রাজা বাবু। অত্যন্ত শান্তশিষ্ট হওয়ায় খামার মালিক এর নাম রেখেছেন রাজা । এই খামারে আরো দুটি বড় গরু আছে। তাদের নাম একটার নাম বাহাদুর ও বাহাদুর চলাফেরা এবং দাঁড়ানো স্টাইল বাহাদুরের মতই তাই তার নাম রাখা হয়েছে বাহাদুর। আর বাঘা একটু দুষ্টু প্রকৃতির।
খামার মালিক আলম ভূঁইয়ার ছেলে রাসেদ ভূঁইয়া বলেন, আমাদের খামারের বাচ্চা থেকেই এদের নিজেরা কুরবানির জন্য প্রস্তুত করেছি। গত তিনমাস আগে রাজা,বাহাদুর ও বাঘার দাম বলেছিল ৩৫লাখ টাকা। আব্বা বিক্রি করেনি। খুব শখ এবং যত্ন করে এদের লালন পালন করেছি। এই তিন গরু আমরা এবার কুরবানি দিবো।